প্রিয় গ্রাহক, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আমি অনুভব করতে পারছি একদিকে পরিবার আর আরেক দিকে ভালোবাসার মানুষ নিয়ে আপনি এখন দ্বিধায় আছেন।ছেলেটিকে আপনি কতটা ভালোবাসেন তা আমি আপনার কথা থেকেই অনুভব করতে পারছি। গ্রাহক আপনাদের বয়স টা আমাকে বলা যায়?আপনি বিষয়টি নিয়ে কি চান একটু ভেবে বলা যায়? আপনি কি সিদ্ধান্তহীনতায় ভুগছেন? এরকম অবস্থায় এমন লাগারই কথা।গ্রাহক যেহেতু আপনার পরিবার ইতিবাচক মতামত দিচ্ছে না তাই ভেবে দেখতে পারেন কোনটি আপনার জন্য বেশি গুরুত্বপূর্ণ। এছাড়া ও আপনি আপনার মতামত পরিবারের সাথে আলোচনা করে দেখতে পারেন। আপনার ভালোবাসার মানুষের সাথে আলোচনা করে দেখতে পারেন। যেই সিদ্ধান্তই নিন না কেন তার সব ইতিবাচক ও নেতিবাচক দিক যদি থেকে থাকে সেটা ভেবে দেখতে পারেন, যদি কোন নেতিবাচক পরিস্থিতি তৈরী হয় তাহলে কিভাবে সেটাকে ম্যানেজ করবেন সেটাও ভেবে দেখা জরুরি।ধন্যবাদমায়া
প্রশ্ন করুন আপনিও