গ্রাহক, আপনি বাবুকে সহজে হজম হয় এমন খাবার দিন। খেতে না চাইলে জোর করবেন না। সহজ পাচ্য খাবার (মুড়ি, সুজি, স্যুপ)একটু একটু করে বারে বারে দিন। ও যদি স্যালাইন /ডাবের পানি খেতে পারে তাহলে দিন একটু একটু করে। লেবুর রস দিয়ে ভাত দিতে পারেন, অথবা লেবুর শরবত দিন৷ স্যালাইন পুরো এক প্যাকেট ৫০০মিলি পানিতে একবারেই গুলিয়ে নিবেন। ৮ ঘন্টা পর্যন্ত ব্যবহার করতে পারবেন এটা৷ ওর পায়খানা হয় কি? না হলেও বমি হতে পারে। কৃমির ওষুধ শেষ কখন খাইয়েছেন? ৩ মাস হলে আবার দিতে পারেন নির্দিস্ট মাত্রায়। আপনার আর কোন প্রশ্ন থাকলে জানাবেন। মায়া ঘরে বসেই স্বল্পমূল্যে বিশেষজ্ঞ ডাক্তারের প্রেসক্রিপশন ও অল্প সময়ে প্রশ্নের উত্তর পেতে মায়া অ্যাপ থেকে “প্রেসক্রিপশন প্যাকেজ” কিনুন।
প্রশ্ন করুন আপনিও