প্রিয় গ্রাহক, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। গ্রাহক ফেমিকন পিল সেবন এর ১ টা নির্দিষ্ট নিয়ম আছে।সেই নিয়ম অনুযায়ী না খেলে পিল কাজ করে না।সেক্ষেত্রে প্রেগন্যান্সির সম্ভাবনা থাকে। গ্রাহক যেহেতু পিরিয়ড মিস হয়েছে সেক্ষেত্রে প্রেগন্যান্সি টেস্ট করা উচিৎ। প্রেগন্যান্সির প্রথম লক্ষন পিরিয়ড মিস হওয়া। তথাপি আসলেই প্রেগনান্ট কিনা জানার জন্য প্রেগন্যান্সি টেস্ট করতে হবে।এটি দুইভাবে করা যায়-১।রক্ত পরীক্ষার মাধ্যমে B HCG লেভেল দেখে ২।এবং ঘরে বসে একটি টেস্ট স্টিক এ (সকালের প্রস্রাব) প্রস্রাব করে সেটি পরিক্ষার মাধ্যমে। প্রেগন্যন্সির ১১ দিনের ভিতর BETA HCG লেভেল জানা যায় এবং এটা প্রতি ৪৮-৭২ ঘন্টায় দিগুন হতে থাকে। ঘরে বসে ইউরিন পরিক্ষার মাধ্যমে প্রেগন্যান্সি টেস্ট করা যেতে পারে পিরিয়ড মিস হবার প্রথম দিন এবং unprotected sex এর ৩ সপ্তাহ পর। আশা করি আপনাকে সাহায্য করতে পেরেছি। আর কোন প্রশ্ন থাকলে, মায়া আপাকে জানাবেন, রয়েছে পাশে সবসময়, মায়া আপা ।
প্রশ্ন করুন আপনিও