গ্রাহক আল্ট্রাসনোগ্রাম এ বেবি ভাল থাকলে প্রথম প্রেগন্যান্সির সময় বাচ্চার নড়াচড়া নিয়ে এত মাথা ঘামানোর কিছু নেই, বিশেষ করে সব মা এরা এটা বুঝতেও পারে না। আল্ট্রাসনোগ্রাম ভাল থাকলে দুশ্চিন্তার কিছু নেই৷ বাচ্চা নড়াচড়া করার জন্য কয়েকটি জিনিস করতে পারেন যেমন -- বাম কাত হয়ে শুবেন - ঠান্ডা পানি খাবেন - খাওয়ার পরে চিনি দেয়া খাবার খাবেন - টেনশন করবেন না। পাশাপাশি একজন গাইনি বিশেষজ্ঞের পরামর্শ নিন
প্রশ্ন করুন আপনিও