প্রিয় গ্রাহক,আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ।আমাদের ত্বকে মেলানিন থাকে, কোন কারণে ত্বকের বিশেষ জায়গায় এটি বেশি হলে ত্বকের সেই অংশটি পার্শ্ববতী অংশের চেয়ে বেশি গাঢ় হয়ে যায়। ফলে ওই অংশটি কালো বা বাদামী থেকে হালকা বাদামী দেখায়। একে মেছতা বলে।মেছতা শরীরের যে কোন জায়গায় হতে পারে তবে সাধারণত যেসকল জায়গায় সূর্যের আলো বেশি পড়ে সেই জায়গায় বেশি হয়। মেছতার উপসর্গ একটাই ,তা হলো কালো বা বাদামী রঙের ছোপ বিশেষ করে গালে, নাকের উপরে, থুতনিতে, উপরের ঠোঁটের উপরের অংশে ,গলায়,ঘাড়ে। মেছতার কারণ: প্রোটেকশন ছাড়া অতিরিক্ত সূর্যের আলোতে গেলে এটি হয়,সূর্যের আলোই এটির প্রধান কারণ হিসেবে ধরা হয়। হরমোনের তারতম্য ঘটলে, যেমন গর্ভাবস্থায় এটি হয়ে থাকে,হরমোন ওষুধ ব্যবহারে বা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নিলে, জন্মনিয়ন্ত্রণ পিল খেলে,থাইরয়েড হরমোনের তারতম্য ঘটলে,বংশগত কারণে হতে পারে, ত্বক নিয়মিত ভাল ভাবে পরিষ্কার না করলে।মেছতার প্রতিকার: মেছতা পুরাপুরি প্রতিকার সম্ভর হয়না। তবে অবস্থার উন্নতি করা যায়। তাই মেছতা হলে প্রথমেই একজন ভাল ডার্মাটোলজিস্টকে দেখাতে হবে। মেছতার জন্য তারা বিভিন্ন ওষুধের ক্রীম বা জেল দিয়ে থাকেন।আশা করি আপনাকে সাহায্য করতে পেরেছি।আর কোন প্রশ্ন থাকলে, মায়া আপাকে জানাবেন,রয়েছে পাশে সবসময়,মায়া আপা ।
প্রশ্ন করুন আপনিও