সম্মানিত গ্রাহক আপনার মনের কথাগুলো আমার সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনি আপনার নিজের চিন্তা চেতনায় বেশ সচেতন আর এই সচেতনতা বোধ থেকে এই প্রশ্নটি করেছেন যা খুবই ইতিবাচক। গ্রাহক বিয়ের কথা ভেবে কি চিন্তা হয়? বিয়ের কথা চিন্তা করে কেমন অনুভব করছেন বলা যায়? আর এটা ঠিক যে দাম্পত্য জীবন শুরু হয় সম্পুর্ন দু'জন মানুষের অঙ্গীকারের মধ্যে দিয়ে। যেখানে দুজন মানুষ ভিন্ন ভিন্ন পরিবেশে বেড়ে উঠে। তাই তাদের মনভাব, চিন্তা চেতনায়, দৃষ্টিভঙ্গী ভিন্ন হওয়ায় সাভাবিক তাইনা। আর এই দিকগুলো বিবেচনা করে দাম্পত্য সম্পর্ক সুন্দরভাবে পরিচালনা জন্য পরস্পরের প্রতি বিশ্বাস, শ্রদ্ধা, ভালোবাসা, সহিষ্নুতা, বৈচিত্র ও পরিবর্তনকে মেনে নেওয়ার মনভাব ভিন্ন মানুষকে মেনে নিয়ে সংসার করতে সাহায্য করতে পারে। আশা করি আপনাকে সাহায্য করতে পেরেছি। আর কোন প্রশ্ন থাকলে করতে পারেন। ধন্যবাদ মায়া আপনার পাশে রয়েছে সবসময়।
প্রশ্ন করুন আপনিও