গ্রাহক। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। অনেক সময় আমাদের শরীর প্রয়োজনীয় পরিমান লুব্রিকেশন তৈরি করতে পারে না। কে-ওয়াই জেলি আপনাকে প্রাকৃতিক লুব্রিকেশন প্রদানে সাহায্য করতে পারে। যোনি শুষ্কতা কিন্তু অনেক মেয়ে / মহিলারই স্বাভাবিক প্রক্রিয়াই হয়ে থাকে। এটি বিভিন্ন কারনে হয়ে থাকতে পারে যেমন: মানসিক চাপ, ক্লান্তি অথবা ঋতুস্রাব ।KY জেলী সহবাসের সময় প্রধানত পুরুষাঙ্গে লুব্রিকেন্ট হিসাবে ব্যাবহৃত হয়। মেয়েদের যৌনাঙ্গের ভিতরে দেওয়ার দরকার হয়না, । আপনার সুবিধামত যত টুকু লাগে ব্যবহার করতে পারেন।এটি খুব সহজই ধুয়ে ফেলা যাই, অন্যান্য পেট্টোলিয়াম মত শরীরের সাথে লেগে থাকে না। infection হবার সম্ভাবনা কম। সুতরাং আপনি কে-ওয়াই জেলি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। আশা করি সাহায্য করতে পেরেছি।
প্রশ্ন করুন আপনিও