প্রিয় গ্রাহক, আপনার প্রশ্নটির জন্য অনেক ধন্যবাদ। ফ্রিজি চুলের সমাধান অলিভ অয়েলের ইউজে চুল ময়েশচার হয়ে ফ্রিজিনেস কেটে যাবে। হেয়ার কন্ডিশনার হিসেবে কাজ করে। সপ্তাহে অন্ততপক্ষে একবার হালকা গরম অলিভ অয়েল চুলে ভালো ভাবে ম্যাসাজ করে লাগান। এভাবে ২/৩ ঘণ্টা চুলে তেল লাগিয়ে রেখে শ্যাম্পু করুন। তারপর নিজেই লক্ষ করবেন শাইনি । আশা করি আপনাকে সাহায্য করতে পেরেছি। আর কোনও প্রশ্ন থাকলে,মায়াকে জানাবেন,রয়েছে পাশে সবসময়,মায়া।
প্রশ্ন করুন আপনিও