প্রিয় গ্রাহক, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। ফোস্কা না ফাটানোই ভালো। ফোস্কা ফাটালে সংক্রমণের ঝুঁকি থাকে। তবে ফোস্কা বড় হলে এবং টান বেশি থাকলে সতর্কতারসহ চিকিৎসক এর সহায়তায় স্টেরাইল সিরিঞ্জ দিয়ে তা ফোটানো যায়। আপনার পুড়ার মাত্রা যদি তিন ইঞ্চির বেশি বিস্তৃত না হয়, তাহলে সামান্য পুড়া বলে ধরা হয়। পোড়ার পরিমাণ যদি বেশি হয় তাহলে অবশ্যই নিকটস্থ হাসপাতালে গিয়ে যথাযথ চিকিত্সা নিতে হবে। এছাড়া আপনি উক্ত স্থান পরিস্কার পরিচ্ছন্ন রাখবেন। ভিটামিন সি যুক্ত ফল যেমন লেবু, কমলালেবু, মাল্টা ইত্যাদি বেশি করে খাবেন। প্রতিদিন প্রোটিন যুক্ত খাবার যেমন ডিম, মাংস ইত্যাদি খাবেন।
প্রশ্ন করুন আপনিও