প্রশ্নের জন্য ধন্যবাদ। বেশির ভাগ ক্ষেত্রেই এর জন্য দায়ী ইনফেকশন বা সংক্রমণ। সাধারণত মধ্যকর্ণের ইনফেকশন ও কানের নালির প্রদাহের জন্য কানে ব্যথা হয়। যাঁরা সাঁতার কাটেন, নদী-পুকুর-বাথটাবে কান ডুবিয়ে গোসল করেন, তাঁদেরও কানে পানি ঢুকে ব্যথা হয়। আবার সর্দি-কাশি ও ঠাণ্ডা আবহাওয়ায়ও কানে ব্যথা হয়।কান ব্যথা একটি বড় সমস্যা। তবে সঠিক সময়ে চিকিৎসা নিলে কান পাকা দ্রুত ভালো করা যায়। এই সমস্যা প্রতিরোধ করার একমাত্র উপায় হচ্ছে, কান সবসময় পরিষ্কার রাখা। ডাক্তার এর পরামর্শ নিয়ে কানের ফোঁটা,এন্টিবায়োটিক জাতীয় ওষুধ ফোঁটা হিসেবে ব্যবহার করা হয়। এর সঙ্গে স্টেরয়েড এবং ছত্রাকবিরোধী ওষুধ প্রয়োজনবোধে সংযোজিত হতে পারে।.টনসিল, এডিনয়েড, সাইনাস ও নাকের সমস্যা থাকলে সেগুলোর জন্য প্রয়োজনীয় চিকিৎসা নিতে হবে। বারবার ময়লা কোনো কিছু দিয়ে/কটন বাড দিয়ে কান পরিষ্কার করা যাবে না। এরপর বাইরে কাউকে দিয়ে যত্রতত্র কান পরিষ্কার করানো যাবে না। ডুব দিয়ে গোসল করা থেকে বিরত থাকতে হবে।আশা করি আপনাকে সাহায্য করতে পেরেছি। যে কোন প্রশ্ন থাকলে জানাবেন মায়াকে। রয়েছে পাশে সবসময়, মায়া।
প্রশ্ন করুন আপনিও