ধন্যবাদ গ্রাহক।যখন জন্মনিয়ন্ত্রন পদ্ধতি ছাড়া মিলন করা যাই, এটা বলা হয় - সেফ পিরিয়ড. এই সময় মিলন করলে, গর্ভবতী হওয়ার রিস্ক কম। যেসব মহিলাদের মাসিক চক্র ২৬-৩২ দিন, তাঁদের জন্য এটা জানা অনেক জরুরী। মাসিক চক্রের ১ম দিন থেকে ৭ম দিন, তারপরত ২১ তম দিন থেকে পরবর্তী মাসিকের ১ম দিন পর্যন্ত সেফ পিরিয়ড. কিন্তু তারপর ও এই সময় যৌন মিলনে গর্ভবতী হবার কিছুটা সম্ভবনা আছে।এই কারণে কনডম ব্যবহার করা উচিত। কনডম ব্যবহার করা খুব সহজ। এটি শুধু মিলনের সময় ব্যবহার করলেই হয়।
প্রশ্ন করুন আপনিও