আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি। কিন্তু দুই পরিবার জানার পর আমাদের যোগাযোগ বন্ধ করে দিতে বলে। পরিবার কখনই আমাদের সম্পর্ক মেনে নিবে না। এই মুহূর্তে দুজনই খুব ডিপ্রেশনের মধ্যে আছি। সবাই তো বলে নতুন করে জীবন শুরু করতে, গান শুনতে, বই পড়তে মন ভালো রাখার জন্য। কিন্তু বললেই কি আর সব ভুলে নতুন করে জীবন শুরু করা যায়.. হয়তো যা আমাদের প্রাপ্য না সেটাই আমরা হারিয়েছি। কিন্তু দিনে মন একটু ভালো রাখার চেষ্টা করলেও রাতে কান্না চলেই আসে। নতুন আশা নিয়ে নতুন করে স্বপ্ন দেখার কথা সবাই বলে, আর পরিবারের কথা চিন্তা করে.......
See Answer...
প্রেম করতে চায়,,,কেউ হেল্প করবে কি?....
See Answer...