প্রিয় গ্রাহক,আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ।আমাদের সাথে আপনার সমস্যা শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।কবে থেকে আপনার মাথায় খুশকি সেটা আমাদের জানালে ভালো হতো। আপনাকে কিছু প্রশ্ন করি, আপনি এসবের উত্তর আমাদের জানাতে হবে না। আপনি নিজেই এগুলো নিয়ে ভেবে নিজের জীবন অভ্যাস পরিবর্তন করবেন, কেমন? আপনার কি নিয়মিত ৬-৮ ঘণ্টা ঘুম হয়? আপনি কি দিনে ৮-১০ গ্লাস পানি পান করেন? সপ্তাহে অন্তত ৩দিন শ্যাম্পু করেন? যদি এর কোনটাই না হয়, তবে এই অভ্যাসগুলো গড়ে তুলুন। সপ্তাহে ৩ দিন মাথায় হট অয়েল ম্যাসাজ করে ১ ঘণ্টা রেখে শ্যাম্পু করবেন। চুল পড়া বন্ধ করতে সপ্তাহে একদিন মেহেদি বাটা দিবেন। ১ ঘণ্টা রেখে মাথা ধুয়ে ফেলবেন। আর খুশকি দূর করতে, প্রতিদিন গোসল করার ১ ঘণ্টা আগে মাথায় ২ টেবিল চামচ লেবুর রস লাগাবেন। এরপর গোসল করে ১কাপ লেবুর রস ১মগ পানিতে মিশিয়ে সেই পানি দিয়ে মাথা ধুয়ে ফেলবেন। এটা যতদিন খুশকি না যাবে ততদিন টানা করতে হবে। সপ্তাহে ১ দিন আপনার ব্যবহারি তোয়ালে, চিরুনি, বিছানা চাদর, বালিশের কভার ধুয়ে দিন। দিনে অন্তত ২বার চুল আঁচড়ান।এতে একটু সময় লাগলেও খুশকি চলে যাবে, চুল পড়াও বন্ধ হবে।আশা করি আপনাকে সাহায্য করতে পেরেছি।আর কোন প্রশ্ন থাকলে, মায়া আপাকে জানাবেন,রয়েছে পাশে সবসময়,মায়া আপা ।
প্রশ্ন করুন আপনিও