প্রিয় গ্রাহক, আপনার ভাই কে দ্রুত হাস্পাতালের জরুরি বিভাগ বা একজন রেজিস্টার্ড চিকিৎসক এর কাছে নিয়ে যান। সেখানে এন্টিহিস্টামিন এর মাধ্যমে চিকিৎসা দিতে হবে৷ এটা জরুরি ও অবহেলা করা যাবেনা। আর কিছু জানার থাকলে আমাদের কে প্রশ্ন করুন। সরাসরি ডাক্তারের সাথে কথা বলতে আমাদের মায়া প্লাস বা প্রেসক্রিপশন প্যাকেজ টি গ্রহন করুন। পাশে থাকুন। মায়া।
প্রশ্ন করুন আপনিও