প্রিয় গ্রাহক, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। উত্তেজিত অবস্থায় এরকম সাইজ স্বাভাবিক। পেনিস সাধারণত ৩.৫ থেকে ৬.৫ ইঞ্চি লম্বা ও ২.৫ - ৪.৫ ইঞ্চি মোটা হয়ে থাকে এবং উত্তেজিত বা ইরেকটেড অবস্থায় ৫.১ ইঞ্চি পর্যন্ত হতে পারে। ইন্টারনেটে পেনিসের সাইজ পরিবর্তনের অনেক উপায় দেয়া আছে যার কোন বৈজ্ঞানিক ভিত্তি নাই। লিঙ্গের আকারের সাথে সেক্স পাওয়ারের কোনো সম্পর্ক নাই। অপপ্রচারের ফলে সবারই এটা একটা ভুল ধারনা হয়ে গেছে ।কোন যাদুকরী তেল বা মালিশ পেনিস তেমন বড় করতে সক্ষম নয় । আপনার যদি মনে হয় আপনার পেনিস স্বাভাবিক না তাহলে একজন ইউরলজিস্ট এর সাথে যোগাযোগ করুন। আশা করি আপনাকে সাহায্য করতে পেরেছি। আর কোন প্রশ্ন থাকলে, মায়া আপাকে জানাবেন, রয়েছে পাশে সবসময়, মায়া আপা ।
প্রশ্ন করুন আপনিও