গ্রাহক, বগলে কাল দাগের কারন অতিরিক্ত মেলানিন উৎপন্ন হওয়া ।এটা বিভিন্ন কারনে হতে পারে যেমন হরমোনের সমস্যা,অতিরিক্ত হাঁটা ব্যায়াম,শুস্ক ত্বক, সূর্যের আলো, অতিরিক্ত টাইট কাপড় পরা ,একান্থসিস নিগ্রিকান্স, ডায়বেটিস। অতিরিক্ত মোটা দের এই সমস্যা বেশি হয়ে থাকে। এর থেকে বাঁচার জন্যে আপনি কিছু ঘরোয়া পদ্ধতি ব্যবহার করতে পারেন যেমন - দাগের জায়গায় নারকেল তেল লাগাবেন, বেকিং সোডা এবং পানির মিশ্রণ লাগাবেন,চিনি, লেবুর রস ও অলিভ অয়েল মিশিয়ে স্ক্রাব বানিয়ে তা প্রতিদিন দাগের উপর প্রতিদিন ৫-১০ মিনিট ম্যাসেজ করুন।ঘৃতকুমারির (অ্যালোভেরা) পাতা নিয়ে এর ভেতর থেকে জেলী সদৃশ অংশটি বের করে দাগের উপরে লাগিয়ে ২ ঘন্টা অপেক্ষা করুন। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন।আলুর রস: ত্বকের যেকোনও সমস্যার জন্য আলুর রস খুব উপযোগী। দাগের উপর আলুর রস মাখিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে নিন। । আশা করি আপনাকে সাহায্য করতে পেরেছি, মায়ার সাথে থাকুন, ধন্যবাদ।
প্রশ্ন করুন আপনিও