গ্রাহক, হরমোন ইনজেকশন ব্যবহারের অসুবিধা:• ঋতুস্রাব অনিয়মিত হতে পারে৷• কোনও সময় অনেকদিন ধরে অল্প অল্প ঋতুস্রাব হতে পারে৷• ঋতুবদ্ধতা বা মাসিক বন্ধ থাকতে পারে৷• অতিরিক্ত রক্তস্রাব।• ওজন বৃদ্ধি হতে পারে৷• ইনজেকশন নেওয়া ছেড়ে দিলেও গর্ভবতী হতে প্রায় ইনজেকশন শেষের দিন থেকে ছয়মাস অথবা এক বছর সময় লাগবে৷ ধন্যবাদ।
প্রশ্ন করুন আপনিও