প্রিয় গ্রাহক, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আপনি আপনার সঙ্গী কে বুঝতে চেষ্টা করুন, উনাকে সময় দিন। উনি কি ভাবে যৌন উত্তেজিত হন তা বুঝবার চেষ্টা করুন। গ্রাহক, বিয়ের পর প্রথম প্রথম যৌন মিলনের সময় আপনার স্ত্রীর ব্যাথা লাগতে পারে। যার কারণে ওনার এর প্রতি একটি অনিহা জাগতে পারে। এটা স্বাভাবিক। সহবাসের মানসিক এবং শারীরিক উভয় দিকই আছে।শারীরিকভাবে প্রস্তুত হবার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সহবাসের মানসিক প্রস্তুতি। এটি একটি অনেক বড় পদক্ষেপ। সহবাসের পূর্বে আপনার স্ত্রীর সঙ্গে কথা বলা প্রয়োজন। তিনি এ ব্যাপারে কি চিন্তা ভাবনা করছেন তা খোলামেলা আলোচনা করা প্রয়োজন। সহবাস সম্পর্কে ওনার কোনও ভীতি আছে কিনা সেগুলো জানার চেষ্টা করুন। যৌন মিলনের পূর্বে foreplay করাটা খুবই জরুরী। এতে করে দুইজন দুইজনের প্রতি আরও বেশি করে আকৃষ্ট হয় এবং এতে করে যৌন মিলন করাটা সহজ ও আনন্দময় হয়ে উঠে। সেক্স এর আগে flirting, kissing, hugging,touching, whisperingবা talking-এই সমস্ত কাজ গুলো করাটাই হল foreplay. অনেক মানুষ সহবাসে ব্যথা পেয়ে থাকেন, বিশেষত যদি প্রথমবার হয়। সহবাসে শরীরের সাথে সাথে মনও জড়িত থাকে। তাই উনি যদি চিন্তিত হন বা টেনশন করেন , তখন আরও বেশি ব্যথা পাবেন। এর জন্য রিলাক্স থাকা প্রয়োজন। সংসার করতে গেলে স্বামী-স্ত্রীর পরস্পরের প্রতি ভালোবাসার পাশাপাশি শ্রদ্ধাবোধ ও আস্থা থাকাটা অপরিহার্য। দাম্পত্য জীবনে সুখ-দুঃখ সমানভাবে ভাগ করে নেয়ার মধ্যেই প্রকৃত আনন্দ নিহিত। একে অন্যের মনকে বুঝার চেষ্টা করুন। মাঝে মাঝে একে অন্যকে উপহার দিন, মাঝে মাঝে দূরে কোথাও ঘুরতে যান, একে অন্যের মনের দাম দিন দেখবেন তাহলে সর্ম্পকটা ভাল যাবে।একে অন্যের মাঝে মিল বা সমোঝোতা থাকলে সর্ম্পক ভাল যায়, তখন টান টাও বাড়ে।একে অন্যের চাহিদা গুলো বুঝার চেষ্টা করুন তাহলে দেখবেন দাম্পত্য জীবন টা সুখের হবে। সব কিছু শেয়ার করুন নিজেদের মাঝে।দেখবেন এই বিষয় গুলো সর্ম্পকে ভাল রাখবে। আশা করি আপনাকে সাহায্য করতে পেরেছি। আর কোন প্রশ্ন থাকলে, মায়া আপাকে জানাবেন, রয়েছে পাশে সবসময়, মায়া আপা ।
প্রশ্ন করুন আপনিও