আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ গ্রাহক।অনেকেই মনে করে থাকেন, প্রত্যেক নারীর প্রথম সহবাসে রক্তপাত হয়ে থাকে, যা দিয়ে নারীর সতীত্ব বুঝা যায়। এই ধারণার কোন যথার্থতা নেই।কোন মেয়ে ভার্জিন বা কুমারী কিনা তা বুঝার জন্য একদম নির্দিষ্ট কোন কিছু নেই তবে মেয়েদের যোনিপথে একটি পাতলা পর্দা থাকে যা হাইমেন নামে পরিচিত। এটি জন্মগতভাবে বিভিন্নরকমের হতে পারে বা নাও থাকতে পারে। এটি শারীরিক গঠন, উচ্চতা ইত্যাদি নানা বিষয় ভেদে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। কারো হাইমেন অনেক পুরু হয়ে থাকে, কারো পাতলা হতে পারে। আবার কারো হাইমেন এতই পাতলা হতে পারে যে প্রথম যৌন মিলনে এটি কোন বাধা সৃষ্টি করতে পারে না।প্রথমবার সহবাসে এই পর্দা ছিঁড়ে যেতে পারে এবং তখন সামান্য রক্তপাত হতে পারে। কিন্তু অনেক ক্ষেত্রে সহবাস ছাড়াও এই পর্দা ছিঁড়ে যেতে পারে যেমন- ● মাসিকে স্যানিটারি টেম্পুন ব্যবহার করলে ● কিছু এক্সারসাইজ ● সাইকেল চালানো বা ঘোড়ায় চড়লে বা এরকম কিছু ক্ষেত্রে তা সহবাস ছাড়াও ছিঁড়ে যেতে পারে। তখন প্রথমবার সহবাসে রক্তপাত হবে না।ধন্যবাদ,মায়া।
প্রশ্ন করুন আপনিও