মায়াতে আপনার মনের কথাগুলো শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ প্রিয় গ্রাহক। সম্পর্কের অনিশ্চয়তা থেকে মুক্তি পেতেই হয়ত আপনারা বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। বুঝতে পারছি বিষয়টি ম্যানেজ করা এখন আপনাদের জন্য কষ্ট কর হয়ে উঠেছে। আপনার পরিবারে যেহেতু কেউ কেউ এই ব্যাপারে জানে তাই পারিবারিক সাহায্য নিয়ে আপনার বিএফের পরিবারে আপনাদের বিয়ের কথা বলা যায় কি না ভেবে দেখতে পারেন। তাকে কিছুদিন সময় দিন। বিষয়টি নিয়ে তিনিও মানসিক ভাবে বিপর্যস্থ অবস্থায় রয়েছেন। তিনিও হয়ত তার জায়গা থেকে সমাধানের চেষ্টা করছেন। তাকে আপনার অনুভূতির ব্যাপারে জানাতে পারেন। এই সময় বিশ্বস্থ কারো সাথে (যিনি আপনার কথাগুলো নিরোপেক্ষ মন নিয়ে মনোযোগের সাথে শুনবেন ও আপনার কথার গোপনীয়তা বজায় রাখবেন) আপনার মানসিক চাপের কারনগুলো নিয়ে কথা বলতে পারেন, এতে করে নিজেকে অনেক হালকা বোধ হবে, আর সমাধানের একটা পথ ও পেয়ে যেতে পারেন। প্রয়োজনে পরিবারের কারো সাথেই পুরো পরিস্থিতি শেয়ার করুন। তার সাথেই যে আপনি আপনার ভবিষ্যৎ নিশ্চিত ভাবছেন তা পরিবারকে জানাতে পারেন। আশা করি পরিবার এসময় আপনার সহায়তায় এগিয়ে আসবে। শুভ কামনা থাকলো আপনাদের জন্য। পরবর্তীতে আর কোন প্রশ্ন থাকলে মায়া আপাতে জানান। পাশে আছি সবসময় মায়া আপা।
প্রশ্ন করুন আপনিও