গ্রাহক প্রশ্নের জন্য ধন্যবাদ। গ্রাহক, গরম ও ঠান্ডা সেক দিন।পা বিশ্রামে রাখুন। দ্রুত একজন অর্থোপেডীক্সের ডাক্তার দেখিয়ে এক্স-রে করে দেখা উচিত এবং ব্যাথা বেশি হলে প্যারাসিটামল বা তাঁর পরামর্শে ওষুধ খান, ব্যাথানাশক জেল লাগান।আশা করি আপনাকে সাহায্য করতে পেরেছি রয়েছে পাশে মায়া আপা।
প্রশ্ন করুন আপনিও