প্রিয় গ্রাহক, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। ইমারজেন্সি পিল সেবনের কারণে এবং গর্ভধারণ যাতে না করে তার জন্য জরায়ুর মধ্যে কন্ট্রাকশন হচ্ছে এবং উইথড্রল ব্লিডিং হচ্ছে। দুশ্চিন্তা করবেন না এটি নিজে থেকেই স্বাভাবিক হয়ে যাবে। ব্যথা অনুভব হলে তলপেটে গরম পানির সেঁক দিতে পারে। আশা করি আপনাকে সাহায্য করতে পেরেছি। আর কোন প্রশ্ন থাকলে, মায়া আপাকে জানাবেন, রয়েছে পাশে সবসময়, মায়া।
প্রশ্ন করুন আপনিও