গ্রাহক , আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। অনেক নারীর যৌন মিলনের সময় যোনিতেই পর্যাপ্ত তরল জমা হয় না , যা যোনিতে পুরুষাঙ্গের প্রবেশ করতে সহজ করে। যদি যোনিতে পিচ্ছিল ভাব পর্যাপ্ত না হয় তাহলে যৌন মিলনের সময় ব্যথা ও জ্বালাপোড়া অনুভব করে নারী।অনেক সময় যোনিপথে ইনফেকশন থাকলেও সহবাসে জ্বালাপোড়া হতে পারে।মাসিক বা পিরিয়ড বন্ধ হয়ে যাওয়ার পর যৌনমিলনে নারী ব্যথা,জ্বালাপোড়া হতে পারে।মিলনের আগে স্বামী তার স্ত্রীকে ভাল করে উত্তেজিত করে নিতে হবে, তাহলে স্ত্রীর উত্তেজনায় যৌনি পর্যাপ্ত পিচ্ছিল হবে ব্যথা জ্বালাপোড়া কমে যাবে।মিলনের সময় লুব্রিকেন্ট হিসেবে কে ওয়াই জেলি ব্যবহার করলে যৌনি পর্যাপ্ত পিচ্ছিল হবে ফলে ব্যথা জ্বালাপোড়া কমে যাবে।সমাধান না হলে ডাক্তারের পরামর্শ নিতে হবে।,
প্রশ্ন করুন আপনিও