প্রিয় গ্রাহক,আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ।মানুষের নাকের ধরনটা এ রকম যে বাম পাশে বাতাস চলাচল বেশি হলে ডান পাশে বাতাস তুলনামূলক কম হয়। এটা স্বাভাবিক ঘটনা। একে নোজ সাইকেল বলে। এ ক্ষেত্রে আপনার সমস্যাটা মানসিকও হতে পারে।আপনার কি অ্যালার্জি ও ঠান্ডার সমস্যা আছে? এটি অ্যালার্জি বা ঠান্ডা লাগা থেকেও হতে পারে।আপনার নাক পরীক্ষা করা জরুরি। নাকের ভেতরের বাঁকা হাড়, পলিপ বা সাইনোসাইটিসে তিন রোগ থেকে এ ধরনের সমস্যা হতে পারে। তাই একজন ENT ডাক্তারের পরামর্শ নিন। অ্যালার্জি থেকে হলে যেসব বস্তুর কারণে অ্যালার্জি হয় তা ব্যবহার, খাওয়া বা সংস্পর্শে আসা যাবে না। টাটকা ফলমূল, পানি ইত্যাদি খেতে হবে।আশা করি আপনাকে সাহায্য করতে পেরেছি।আর কোন প্রশ্ন থাকলে, মায়া আপাকে জানাবেন,রয়েছে পাশে সবসময়,মায়া আপা ।
প্রশ্ন করুন আপনিও