প্রিয় গ্রাহক,আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ।ত্বকের স্বাস্থ্য ভালো থাকলে এধরণের সমস্যা কম হয়। নিয়মিত ত্বক পরিষ্কার রাখুন, ঘুমান, পর্যাপ্ত পানি পান করুন, ময়েশচারাইজার এবং সানস্ক্রিন ব্যবহার করুন। কালো দাগ দূর করতে মধু+দারচিনির প্যাক ব্যবহার করুন।ডিমের সাদা অংশ ব্ল্যাকহেডে লাগিয়ে টিস্যু দিয়ে চেপে ধরুন, টিস্যুটা শুকিয়ে গেলে সেটা টেনে তুলুন। দেখবেন ব্ল্যাক হেডস উঠে গেছে, এটা সপ্তাহে ২ বার করে করুন।ত্বকের যত্নে ছেলে মেয়ে বলে কিছু নাই.যত্ন না নিলে ত্বক খারাপ হয়ে যাব.আশা করি আপনাকে সাহায্য করতে পেরেছি।আর কোন প্রশ্ন থাকলে, মায়া আপাকে জানাবেন,রয়েছে পাশে সবসময়,মায়া আপা ।
প্রশ্ন করুন আপনিও