প্রিয় গ্রাহক , আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ । আপনি খুব সুন্দর করে আপনার অসুবিধার কথা লিখেছেন । আপনার কথাগুলো পড়ে মনে হচ্ছে আপনি নিজেকে নিয়ে অনেক সচেতন । আপনি লিখেছেন আপনার হবু বর আগেরমত করে আপনাকে সময় দে না এবং তার অসুবিধার কথা আপনার সাথে আগে যেমন করে শেয়ার করত এখন আর তা করে না । গ্রাহক আপনি কি আমার সাথে শেয়ার করবেন আপনার ও আপনার হবু বরের বয়স কোট? গ্রাহক বিয়ে ছেলে মেয়ে উভয়ের জন্য একটি টেনশনের বিষয় হতে পারে আপনার সে বিয়ের পরবর্তী জীবন নিয়ে চিন্তা করছে কিভাবে নতুন জীবন শুরু করবেন ? আপনি লিখেছেন সে অফিসের পর আপনার সাথে আর কথা বলতে চায় না গ্রাহক তার এই একাকি সময় তে আপনি তার সাথে দেখা করে বা অন্যকোন ভাবে তাকে উৎফুল্ল রাখতে পাড়েন কি না ভেবে দেখতে পারেন । তার পছন্দ অপছন্দ সম্পর্কে জানার চেস্টা করতে পাড়েন । সে ভাল অনুভব করবে এমন কিছু ভেবে দেখতে পাড়েন । জীবন সঙ্গী হিসেবে আপনি যদি এখন তাকে এক্তটু একটু করে বুঝার চেস্টা করতে পাড়েন তাহলে হয়ত তার ভাল অনুভব হবে । আশা করি আপনাকে সাহায্য করতে পেরেছি।
প্রশ্ন করুন আপনিও