ডার্ক সার্কেল হওয়ার কারণগুলো হল ঘুমের সমস্যা, দুশ্চিন্তা ইত্যাদি। আর এটি দূর করতে রাতে ঘুমাতে যাওয়ার সময় আলুর রস/শসার রস/ কাঁচা দুধ/ নারিকেল তেল লাগাতে পারেন।এতে ধীরে ধীরে কালো দাগটা চলে যাবে।ত্বকের বিভিন্ন সমস্যার কারণে মেছতা হয়ে থাকে।কিছু নিয়ম মেনে চলা মেছতা ওঠা রোধ করে।বাইরে বের হওয়ার আগে অবশ্যই সানস্ক্রিন লাগাবেন। অতিরিক্ত রোদ এড়িয়ে যাবেন।এছাড়াও,আপনি একজন ডার্মাটোলজিস্টের পরামর্শ নিন।
প্রশ্ন করুন আপনিও