বয়স বেশী হলে একটু সমস্যা হতে পারে। এর চিকিৎসা করে তেমন কোন লাভ নেই। আর অল্প বয়সের কারো হলে এর চিকিৎসা করা জরুরী।মানসিক চাপ থেকে কোন বয়সিদের এমন অসুবিধা হয়ে থাকে। তবে যদি শুধু পেশাব করার পরই একবার হয় তাহলে কোন সমস্যা নয়, তখন ভালো করে পেশাব নালীতে চোচা (compression )দিন তাহলে ঠিক হয়ে যাবে। প্রসাব করতে জাবার আগে এবং পরে এক গ্লাস পানি পান করবেনে তে উপক্রিত হবেন। সারাদিন এ রকম হলে এটা হতে পারে অ্যাটোনিক ব্লাডার বা নিউরোজেনিক ব্লাডার। এটা হলে এর চিকিৎসা আছে তার জন্য আরো কিছু পরিক্ষা এবং জানার আছে। এই জন্য আপনি একজন নেফ্রলজিস্টকে দেখান, এটাই ভালো হবে।
প্রশ্ন করুন আপনিও