Popular Topics

আমার বয়স ২৪ আর আমার হাসবেন্ড এর বয়স ৩৬। আমাদের বিয়ের বয়স ১০ মাস।আমার আর আমার হাসবেন্ড দাম্পত্য জীবনে তার আমার কোন ঘাঠতি নেই।দুজনেই সন্তুষ্ট ছিলাম। বাট আমার হাসবেন্ড লাস্ট ৬ মাস যাবত মাস্টারবেশন করে আমার আরালে। এবং খুব বেশি পর্নোগ্রাফি আসক্ত। সেটা বিয়ের আগেই ছিলো এখনো আছে।প্রতিদিন ই সে আমার সাথে মিলিত হওয়ার পরেও পর্নোগ্রাফি দেখে আমার আড়ালে।আমি জিজ্ঞেস করেছিলাম যে আমার কোন প্রবলেম আছে কিনা নইলে সে এমন করে কেন? সে বলে আমার কোন প্রবলেম নেই আর ছেলে মানুষ এগুলা দেখেই।সেটা নিয়ে আমি কিছু বলতে পারবোনা।সে আমাকে বলে দিয়েছে যে পর্নোগ্রাফি দেখা পরকিয়া করা স্বাভাবিক, মানতে হবে আমাকে এগুলা।তার প্রচন্ড পরনারী আসক্তি আর সেটা এক্সট্রিম লেভেল এর।সে তার যৌন আকাংখা কনট্রোল করতে পারেনা।সে ক্লান্ত থাকলে আমার সাথে মিলিত না হলেও পর্ন দেখে মাস্টারবেশন ঠিকই করে।আমি এগুলা নিতে পারছিনা কোন ভাবেই। তার প্রতি অনুভুতি আসেনা আমার,কেোন ফিল পাইনা।আমি এগুলা নিয়ে ভাবতে ভাবতে মানসিক রোগী হয়ে যাচ্ছি। প্লিজ আমার কি করা উচিত বলবেন আর এটাও বলবেন আমার হাসবেন্ড এর কোন ট্রিটমেন্ট আছে কিনা? বিঃ দ্রঃ ওর সিম্পটম গুলা স্যাটিরিয়াসিস রোগের সাথে হুবহু মিলে যায়।

Answered By : TB

  6 hours ago

প্রশ্ন করুন আপনিও