Toggle navigation
Maya
Become a Maya Expert
About Us
What is Maya ?
Privacy Policy
FAQ
Expert Team Profile
Blog
Self Test
Maya Shop
Login
English
বাংলা
Popular Topics
Question Stream
Dampotto jibon kivave sukhe howa jay
See Answer...
Answered By :
Maya Apa
2 years ago
আমার বয়স ২১.আমার এলার্জি প্রব্লেম আছে। হস্তমৈথুন, পর্নআসক্তি ও আছে।আমি এগুলো থেকে মুক্তি চাই। আমার মাঝে মাঝে সর্দি কাশি ও হয়।হস্তমৈথুন করলে তো অবশ্যই হয়।এর সাথে হস্তমৈথুনের সম্পর্ক কি??আশা করি উত্তর দিয়ে উপকার করবেন। ধন্যবাদ
See Answer...
Answered By :
Maya Apa
2 years ago
আমি ইংরেজি সাহিত্যে গ্র্যাজুয়েশন করেছি। আমার স্বামী এতো শিক্ষিত না। সে আমার থেকে আরো ২০ বছরের বড়। তার সঙ্গে আমার বুঝাপড়ায় অনেক সমস্যা। অনেক বার ডিভোর্সের সিদ্ধান্ত নিতে গিয়েও লোক লজ্জার ভয়ে পারিনি। তার প্রতি আমার কোনো প্রকার অনুভূতি কাজ করেনা। আমি কি করতে পারি? প্লিজ আপা বলেন।
See Answer...
Answered By :
Maya Apa
2 years ago
আসসালামু আলাইকুম। এর আগেও আমি মেসেজ করেছিলাম এখানে। আপনাদের পরামর্শ অনুযায়ী কাজ করা শুরু করেছিলাম নিজের দাম্পত্য জীবন সুখী করতে। কিন্তু সেটা কাজ করতে করতেও করেনি। এত সব ফেইলারের পর আমি মানসিকভাবে ভেঙে পড়েছি। আমার বিয়ে হয়েছে কাজিনের সাথে যে আমেরিকা থাকে কিন্তু পড়া আমার চেয়ে কম জানে। সবই মেনে নিয়ে আগাচ্ছিলাম। সে শুরুতে পড়তে আগ্রহী হলেও পরে হয়নি। সে বেশ ভালো ছেলে তবুও আমাদের মাঝে মনে হচ্ছে যেন মন-মানসিকতায় যোজন যোজন পার্থক্য। ধরুন আমি পড়াশোনা, রাজনীতি, খেলাধুলা নিয়ে কথা বলতে ভালোবাসি আর সে পুরাই উলটা। এসব কথা বলতে চান ই না। সে রোমান্টিক কথা বার্তা পছন্দ করে কিন্তু আমার এসব ভালো লাগেনা। আমি বুঝতে পারি সে ভালো, তার ফ্যামিলির সবাই মানে আমার সব ফুপুই আমাকে ভালোবাসে কিন্তু কেন জানি কোন কিছুই আমার ভালো লাগছেনা। সারাদিন আমার মাথায় ঘুরপাক খাই যে তারা বরং আমার সাথে ভালো আচরণ না করে আমার সমস্যা বুঝুক। আমি কিছুই মানতে পারছিনা। মনে হচ্ছে সবাইকে ঠকাচ্ছি। একবার ভাবছি ডিভোর্স নিয়ে নিই কিন্তু আত্নীয়ের মাঝে ব্যাপারটা সহজ না। আমাদের মাঝে এখনো যেহেতু শারীরিক সম্পর্ক হয়নি তাই ভাবি যে কিছু হওয়ার আগেই একটা সমাধান হোক। বিয়েতে কিছুটা অমত ছিল, সুযোগ থাকা সত্ত্বেও প্রকাশ করতে পারিনি। শুধু মনে হচ্ছে এই সম্পর্কে থাকলে আমি শেষ হয়ে যাব মানসিকভাবে কিন্তু ফ্যামিলিকে বলতেও পারছিনা। কি করব কিছুই মাথায় আসছেনা। দয়া করে কিছু বলুন যাতে আমি শান্তি পাই। আবার নরমাল লাইফে ফিরতে পারি। ধন্যনাদ।
See Answer...
Answered By :
NS
2 years ago
আমাদের পারিবারিক ভাবে বিয়ে হয়েছে। আমার সাথে ওর বয়সের তফাৎ 5 বছর। যখন অরে আমি বুঝতেই সে বলে যে আমি এমনই থাকব ভালো হব না। যদি তোমার মনে চায় থাকো না হলে চলে যাও। । রাগ উঠলে বলে আমার ভাত খাবে না আমার কাছ থেকে চলে যাবে। কানের দুল নাকফুল সব খুলে আমাকে দিয়ে দেয় এ রকম পাগলামি করে। আর বলে আমাকে ছেড়ে। মেয়ে নিয়ে রুম ভাড়া নিয়ে থাকবে। আমার কাছে আমার কাছে থাকবে না
See Answer...
Answered By :
Maya Apa
2 years ago
মায়া আপা। আমি বিবাহ করছি। । 11 মাস। বউ আমার কথা শুনে না। আমি যা বলি তার উল্টোটা করে। যদি কিছু বলি। কয় আমারে ছেড়ে চলে যাও। যতই বুঝাই সে আমার কথা শুনে না। বলে আমাকে ছেড়ে দিবে। আমাদের সংসার টিকবে না। সবসময় উল্টাপাল্টা কথা বলে। যদি বলি ভালো। সে বলে যে না এভাবেই চলব তোমার যদি মনে চায় তাহলে থাকো । না হলে চলে যাও। এমতাবস্থায় আমি। আমি আইনি সহযোগিতা কি পেতে পারি। তাকে ছেড়ে দিলে কি হবে। যদি রাখি তাহলে তো আমার জীবনটা চলে যাবে। । প্লিজ আমাকে একটু সহযোগিতা করেন
See Answer...
Answered By :
NS
2 years ago
আমার সামি নেশা করে। আমি বাধা দিলে মার ধর করে। এত দিন ওর পরিবারের লোক বাধা দিত,, কিন্তু এখন আর কিছু মনে করে না। আমার 2 বছরের ছেলে বাবু আছে। আমাদের love marriage হয়েছে। এছাড়া সে যুয়া ওও খেলে। সে আমার আর আমার বাচচার ভরণপোষণ দিতে পারছে না। আমি কিছু বললে আমাকে মেরেরক্ততো করে বাপের বাড়ি পাঠিয়ে দেয়। আমার পরিবারের লোকজন ওও আমার কথা শুনতে নারাজ ।আমার বাবা নাই। আমার মা আমার ভাই এর অধিন। ভাই এর কথা হল,,বাচচা রেখেছে চলে আসতে হবে। আমার বিয়ে হয়েছে 6 বছর হইছে। আমি ওর আর যেতে চাই না। কিন্তু বচচা রেখেও থাকতে পারব না। আমি কি করবো বুঝতে পারছি না।
See Answer...
Answered By :
NS
2 years ago
আমার নাম শামীম আহমেদ, আমি একজন প্রবাসী, আমার স্ত্রীর নাম কামরুন্নাহার জুঁই। উত্তরাতে আমার পরিবার থাকে। আমাদের এরেন্জ ম্যারেজ। কিন্তু ফুলশয্যার রাতে তার কার্য কলাপে আমি কিছুটা বিস্মিত হয়েছি। কোন পূর্ব পরিচয় নেই নতুন বউ স্বতস্ফূর্ত ভাবে সে অনেক কিছু করল। প্রথম প্রথম বিষয়টি আমার কাছে ভাল লাগত। কিছুদিন যাওয়ার পরে আমি লক্ষ করলাম সে ইন্টারনেটে কিকি সব দেখে ও ককথ্য কিছু গল্প পড়ে এবং অবিকল ওখানে যা ঘটে আমার সাথে তাই করতে চায়। একদিন তো আমাকে বলেই ফেলল যে তার কয়েক জনের সাথে এক সাথে রতি ক্রিয়া করতে ইচ্ছা হয়, কথাটা আমার কাছে খুবই বিশ্রী লেগেছে। আমি প্রবাসে চলে এসেছি কিন্তু আমার মনে ওর ব্যাপারে কেমন যেন সন্দেহ ঢুকে গেছে। বাঙালি সংস্কৃতির মেয়ে সে। আমি চরম হতাশা গ্রস্ত, আমি এখন কি করতে পারি?
See Answer...
Answered By :
Mamun
2 years ago
বিয়ের জন্য মানুসিকভাবে প্রস্তুতি নিব???
See Answer...
Answered By :
Maya Apa
2 years ago
আসলে। আমি ম্যারিড। বাট আমার হাজবেন্ডের সাথে আমার। অনেক প্রবলেম হচ্ছে আমাদের বিয়ে হয়েছে। ওর সাথে আমার অনেক প্রবলেম হচ্ছে এডজাস্ট করতে পারছিনা। আমাদের বিয়ে হয়েছে আর ছয় মাস আমি জাস্ট ওকে সহ্য করতে পারছি না সাথে আমার কোন কিছু মেনে নেবেন যে মানুষটা মানুষটা কে আমার পছন্দ না বিয়েতে আমার। মত ছিল না। এখন আমি ডিভোর্স নিতে চাচ্ছি
See Answer...
Answered By :
NS
2 years ago
«
1
2
...
776
777
778
779
780
781
782
...
843
844
»
প্রশ্ন করুন আপনিও