আস্সালামুআলাইকুম,আমি একটা সমস্যায় পড়েছি,দয়া করে পরামর্শ দিয়ে উপকৃত করবেন।আমি একটা মেয়ের সাথে প্রেম করতাম।কোনো এক কারনে মেয়েটার সাথে আমি ব্রেক-আপ করেছিলাম।তারপর মেয়েটা আমার ছোট ভাইয়ের সাথে রিলেশান শুরু করে।আমার ছোট ভাই অবশ্য আমাদের ব্যাপারটা জানত না।বেশ কিছুদিন পর মেয়েটা এবং আমি দুজনেই বুঝতে পারি যে,আমাদের একে-অপরকে ছেড়ে থাকা সম্ভব নয়।তখন আমি আমার ছোট ভাইকে বিষয়টা বুঝিয়ে বলায় ও আমাদের মাঝখান থেকে সরে যায়।আমি মেয়েটাকে প্রচন্ড ভালবাসি,আর মেয়েটা ও তাই।এখন সমস্যা হল,ওই মেয়েটা যদি আমার ছোট ভাইয়ের সাথে কথা বলে তাহলে আমি জেলাস ফিল করি।উল্লেখ্য ওর সাথে আমার শারিরীক সম্পর্ক হয়েছে।এখন মেয়েটা আমাকে বিয়ের জন্য চাপ দিতেছে।কিন্তু আমি পরের বিষয়টা ভাবতেছি,বিয়ের পরে আমাদের মধ্যে একটা সন্দেহের কাঁটা ফুটে থাকবে,যেহেতু আমরা একই বাড়িতে থাকব।আমি ইতোমধ্যেই কিছু মানসিক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি,যেমন অযথা সন্দেহ প্রবণতা,প্রচন্ড রাগ ইত্যাদি।এমতাবস্হায়,ওই মেয়েটাকে বিয়ে করা ঠিক হবে কি?সুচিন্তিত পরামর্শ চাই।